বঙ্গবন্ধু সমাধিতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাগোপালগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৬ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী বেলা ১২টা ৪০ মিনিটে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এরপর প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানা, চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি ও পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও পরিবারের অন্যান্য সদস্যের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। তিনি মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেও বিশেষ মোনাজাত করেন।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মহিলা এমপি উম্মে রাজিয়া কাজল, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ কবির হোসেন, প্রধানমন্ত্রী চাচাতো ভাই শেখ সোহেল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিকদার নুর মোহাম্মদ দুলু, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র রেজাউল হক সিকদার (রাজু), টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র সরদার ইলিয়াস হোসেন।

এছাড়াও কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান  মজিবুর রহমান হাওলাদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ও উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

এদিকে, সকাল ১০টায় প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া পৌঁছানোর কথা থাকলেও ঘনো কুয়াশার কারণে তিনি দেরি করে আসেন।

সমাধি সৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে মধ্যাহ্ন বিরতি, নামাজ ও বিশ্রাম করে বিকেল ৩ টায় ঢাকার উদ্দেশে রওনা হবার কথা রয়েছে।


জাতীয় বিভাগের আরো খবর...
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান
মোদীর শপথের আগে মায়ের সঙ্গে পুতুলের ‘কুইক বাইট’ মোদীর শপথের আগে মায়ের সঙ্গে পুতুলের ‘কুইক বাইট’
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নাঈমুল ইসলাম খানের শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নাঈমুল ইসলাম খানের শ্রদ্ধা
নাঈমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সচিব, প্রজ্ঞাপন জারি নাঈমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সচিব, প্রজ্ঞাপন জারি
স্কুলগুলোর ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ স্কুলগুলোর ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ
আমজাদ হোসেনের চিকিৎসার ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী আমজাদ হোসেনের চিকিৎসার ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী
নিভৃতেই খুলনার আঞ্চলিক ৫শ’ গানের স্রষ্টা গুরুপদ নিভৃতেই খুলনার আঞ্চলিক ৫শ’ গানের স্রষ্টা গুরুপদ

বঙ্গবন্ধু সমাধিতে প্রধানমন্ত্রী
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet